ঢাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল, সামলাতে পুলিশের টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড

বঙ্গবার্তা ব্যুরো,
শুক্রবার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল ঘিরে শুক্রবার উত্তাল হয়ে উঠল ঢাকা। এদিন জুমার নামাজের পর মসজিদের দক্ষিণ গেট এলাকা থেকে মিছিল বের করে সংগঠনটি।পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একসময় পুলিশ লাঠিপেটাও করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের তৎপরতায় ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে মিছিলকারীরা।মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। তবে দেখা যায় কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ এসময় সাউন্ড গ্রেনেড ছুঁড়লে মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে পল্টন ও বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশে ২০০৯ সালের ২২ই অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।গণআন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরে আইএসের পতাকা নিয়ে মিছিল করার অভিযোগ উঠেছিল এই হিযবুতের বিরুদ্ধে।পরিস্থিতির কথা ভেবে বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সভা, সমাবেশ ও প্রচারমূলক কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার রাতে সংগঠনটির তিন সদস্যকে গ্রেফতারের কথাও জানানো হয়।