বঙ্গবার্তা ব্যুরো,
পাক নায়িকা হানিয়া আমির তার সৌন্দর্য এবং অভিনয় গুণে এই প্রজন্মের কাছে এক জনপ্রিয় তারকা । দেশের গন্ডি ছাড়িয়ে গোটা উপমহাদেশে ছড়িয়ে আছে তার ফ্যানরা। ভারতেও তার গ্রহণযোগ্যতা যথেষ্টই।
অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ করা হয়েছে । ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানান হয়েছে।
পহেলগাম কাণ্ডের পর সমাজ মাধ্যমে পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উঠেছিল। সেইসময় বলিউডের নির্মাতারা বেশ সিরিয়াস হয়ে পাকিস্তানি শিল্পীদের সাথে কাজ করা বন্ধ করে দেন। বেশ কিছু সিনেমার পোস্টার থেকেও বাদ দেওয়া হয় তাদের।
এবার সর্দারজি ৩ নামে একটি সিনেমাতে নিষেধাজ্ঞা এসেছে। কারণ এই সিনেমায় কাজ করেছেন পাকিস্তানের হানিয়া। তাকেও বাদ দেওয়ার দাবি তোলা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন আগে ছবির কাজ শেষ হওয়ায় বাদ দেওয়া সম্ভব হয়নি। তবে ভারতে মুক্তি পাচ্ছে না সর্দারজি ৩ ছবিটি।
এরইমধ্যে ছবিটির ট্রেলর মুক্তি পেয়েছে। সেখানে রাখা হয়েছে হানিয়াকে। তবে ইউটিউবে তাকে দেখতে পাচ্ছেন না ভারতীয়রা। পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা ভেবে ছবিটি ভারতে মুক্তিও দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ছবিতে হানিয়ার সহশিল্পী দিলজিৎ।
ছবিটি ভারত ছাড়া, আগামী ২৭ জুন বিশ্বব্যাপি মুক্তি পাচ্ছে। সর্দারজি ৩ ছবিতে হানিয়া দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা প্রমুখ।
পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের সিনেমা ভারতে দেখানোয় নিষেধাজ্ঞা
