শিল্প ক্ষেত্রে হাওড়া কে আবার তুলে ধরার উদ্যোগ

বঙ্গবার্তা ব্যুরো: ইঞ্জিনিয়ারিং শিল্পের খ্যাতির জন্য একটা সময় হাওড়াকে পূর্ব ভারতের শেফিল্ড বলা হত। ইংল্যান্ডের ম্যানচেস্টারের মতোই কৌলিন্য ছিল হাওড়ার।কিন্তু সময়ের সাথে হাওড়া তার শিল্পের হৃত গৌরব হারায়। হাওড়াকে তার পুরনো গৌরব ফিরে পায় সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প দপ্তরের উদ্যোগে শরৎ সদনে এক সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। নাম সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ। সেই বৈঠকে অংশগ্রহণ করেন দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, চিফ সেক্রেটারি মনোজ পন্থ এবং দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, জেলাশাসক পি দীপাপ প্রিয়া সহ পদস্থ আধিকারিক এবং জেলার বিধায়কের। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, একটা সময় হাওড়াকে প্রাচ্যের শেফিল্ড বলা হলেও বাম শাসনে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার ঘুরে দাঁড়িয়েছে হাওড়া শিল্প। এবারে ১৪,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। প্রতিমাসে জেলায় শিল্প সংক্রান্ত বৈঠক হয়। সেখানে নানা ধরনের সমস্যা প্রশাসনিক স্তরে সমাধান করে দেওয়া হয়। এরপর আমাদের কাছে যখন ফাইল আসে তখন দ্রুত ছেড়ে দিই। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, আজকের বাণিজ্য সমন্বয় বৈঠকে নানা ধরনের উদ্যোগপতিরা অংশগ্রহণ করেন। এখানে তাদের সমস্যা নিয়ে সরাসরি আলোচনার সুযোগ করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের শিল্পনীতি অনুযায়ী ছোট এবং মাঝারি উদ্যোগীদের সাহায্যের পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে একইভাবে সাহায্য করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে হাওড়ার শিল্প।চোদ্দ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।প্রতিমাসে জেলায় শিল্প সংক্রান্ত বৈঠক হচ্ছে।হাওড়ায় বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ অনুষ্ঠানে এসে বললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আজকের বাণিজ্য সমন্বয় বৈঠকে উদ্যোগপতিরা অংশ নেন।রাজ্য সরকারের শিল্পনীতি অনুযায়ী উদ্যোগীদের সাহায্য করা হচ্ছে।হাওড়ায় বিজনেস ফেসিলিটেশন কনক্লেভে এসে বললেন মুখ্য সচিব মনোজ পন্থ।