এবার পদ্ম পুরস্কার প্রাপক বাংলার ৯, অরিজিৎ সিং,মমতা শঙ্করের নাম তালিকায়

Bengal's Padma Award Recipients 2025

বঙ্গবার্তা ব্যুরো,


সাধারণতন্ত্র দিবসের আগের দিন প্রথা মেনেই এ বছরের পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।২০২৫ সালের পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান প্রাপকদের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের তালিকায় রয়েছে একাধিক বাঙালির নাম।


বাংলার বেশ কয়েকজন বিখ্যাত মানুষ এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন। গায়ক অরিজিৎ সিং, অভিনেত্রী মমতা শঙ্কর, সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কার্তিক মহারাজ, ব্যবসায়ী সজ্জন ভজংকা, ব্যবসায়ী পবন গোয়েঙ্কা, সাহিত্যিক নগেন্দ্র নাথ রায় এবং গোকুল চন্দ্র দাসের নাম রয়েছে এই তালিকায়।পশ্চিমবঙ্গের ৫৭ বছরের ঢাকি গোকুলচন্দ্র দাসকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হচ্ছে। ৫৭ বছর বয়সী এই ঢাকি প্রথা ভেঙে ১৫০ জন মহিলাকে ঢাক শিক্ষার প্রশিক্ষণ দিয়েছেন। কম ওজনের ঢাক তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন এই ঢাকি।সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি।


এ বছর মোট ১৩৯ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে।এর মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন, ১৯ জন পাচ্ছেন পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে ১১৩ জনকে।শিল্প, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান, ইঞ্জিনায়িরিং, বাণিজ্য, শিল্প, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া এবং সিভিল সার্ভিসের ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়৷ দেশের নাগরিক হিসেবে এই সম্মান পেয়ে গর্বিত সকলেই।