মা উড়ালপুলে ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত্যু দুজনের

ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। এবার ডিভাইডারে ধাক্কা মেরে মৃত্যু হল এক বাইক আরোহী সহ দুজনের। রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন ভোরে বাইক নিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন ওই দুজন। মা উড়ালপুলে ধাক্কা মেরে বাইকটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত দুজনের নাম আনিস রানা এবং দানিস আলম। বৌবাজারের বাসিন্দা ওই দুজনেরই বয়স ২০ বছরের নীচে। একটি কাজে তাঁরা এদিন বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে। দাদার বাইক নিয়ে বন্ধু আনিসের সঙ্গে চিংড়িহাটার দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। বাইকে গতি যথেষ্ট ছিল। মা উড়ালপুলে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। বাইকটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ছিটকে পড়ে যান তাঁরা।রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলকাতা ট্রাফিক পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনার কারণ হিসেবে কুয়াশাও অনেকাংশে দায়ী থাকতে পারে বলে মনে করছে পুলিশ। কারণ এদিন বেশ কুয়াশা থাকাই দৃশ্যমানতার অভাব ছিল।