মোদী ফিরলেই বিজেপি দিল্লিতে সরকার গঠনে তৎপর হবে


বঙ্গবার্তা ব্যুরো,
প্রত্যাশামতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে ফেরার অপেক্ষায় রয়েছে বিজেপি। তিনি ফিরলেই দিল্লিতে ২৭ বছর পর বিজেপি সরকার গঠনের কাজ জোর কদমে শুরু হয়ে যাবে।২৭ বছর পর দিল্লি দখল করতে পারায় নতুন সরকার এবং মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান বেশ জাঁকজমক ভাবেই করতে চায় বিজেপি।
বিজেপি সূত্রে খবর দেশে ফিরে মোদী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি যে পি নাড্ডা এবং দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকেই দিল্লিতে সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন মুখ্যমন্ত্রীর নামেও ওই বৈঠকে সীলমোহর দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।সেই সিদ্ধান্ত হ্যে গেলে ১৭ বা ১৮ তারিখ নতুন বিধায়করা শপথ নেবেন। মন্ত্রিসভার শপথ হতে পারে ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি।
এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী পদের একাধিক দাবিদার রয়েছে। অনেকেই বলছেন দেশে এবার দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে পারে দিল্লি থেকেই। মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বাঁশুরি স্বরাজ এবং শিখা রায়ের নাম নিয়ে আলোচনা হতে পারে। তবে দিল্লি ভোটে এবার জায়ান্ট কিলার আখ্যা পাওয়া পরবশ বর্মার নামও মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। নাম যতই থাকুক শেষ কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।