যোগ্যদের চাকরির দাবী, কালীঘাট অভিযান বিজেপি যুব মোর্চার

BJP Youth Morcha members protesting on Kolkata streets with placards demanding justice for job seekers

বঙ্গবার্তা ব্যুরো,
সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিল বিজেপি। সোমবার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছেন তখন বিজেপি যুব মোর্চা কালীঘাট অভিযানের ডাক দিয়েছে।
বিজেপির কর্মসূচি রুখতে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। জায়গায় জায়গায় করা হয়েছে ব্যারিকেড। যুব মোর্চার সমর্থকদের মুখ্যমন্ত্রীর বাড়ির অনেক আগেই আটকে দিতে চায় পুলিশ, সেই মতো যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিজেপির এই কর্মসূচি কলকাতায় আজ যে বড় রকমের সমস্যা তৈরি করতে পারে তা আঁচ করেই পুলিশ প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে।
বিজেপি সহ রাজ্যের সমস্ত বিরোধী দলের অভিযোগ ২৬ হাজার চাকরি যাওয়ার দায় রাজ্য সরকারের, সেই কারণে মুখ্যমন্ত্রীকেই এর দায় নিতে হবে। চাকরিহারাকে ইস্যু করে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কর্মসূচি নিচ্ছে বামেরা। বিজেপি আবার কলকাতায় তাদের প্রতিবাদ, বিক্ষোভ বেশি করে করার চেষ্টা করছে। সারা শহরে এই নিয়ে তারা পোস্টার দিয়ে ছেয়ে ফেলেছে।
এদিকে নেতাজী ইন্ডোরের বাইরে সকাল থেকেই পরিস্থিতি বেশ গরম হয়ে রযেছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেবন, তাঁদের কথা শুনবেন। একই সঙ্গে তিনি তাঁদের বার্তা দিয়েছেন ধৈর্য না হারাতে। মানসিক চাপ না নিতে।

18:39