Published by Subrata Halder, 13 May 2025 at 7:43 pm
বঙ্গবার্তা ব্যুরো,
মঙ্গলবার থেকেই দেশব্যাপী তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি। এই যাত্রার মূল উদ্দেশ্য অপারেশন সিঁদুরের সাফল্যে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো। ও দেশের মানুষের দেশপ্রেমকে জাগ্রত করা। সিঁদুরের সাফল্য যে আসলে মোদী সরকারেরই সাফল্য সেটাই জনমানসে তুলে ধরতে চায় বিজেপি। সেনা পরাক্রম শৌর্য নিজেদের পক্ষে আনতে উদ্যোগী বিজেপি।
এই প্রচার অভিযান সোমবার থেকেই শুরু করার পরিকল্পনা করেছি বিজেপি, সেই মতো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা বৈঠকে বসেন। নাড্ডার বাস ভবনেবাসভবনে বৈঠক হয়। বৈঠকে ঠিক হয়, একদিকে যেমন সেনাবাহিনীকে অভিনন্দন জানাবেন তেমনি এই অভিযানের কৃতিত্ব দাবি করবে মোদী সরকার। জনগণকেও ধন্যবাদ দেওয়া হবে সরকারের পাশে থাকার জন্য।
আগেও এইভাবে সেনার কৃতিত্ব নিজেদের বলে দাবি করার নজির রয়েছে বিজেপির। তবে এই তিরঙ্গা যাত্রা একদিন পিছিয়ে যাওয়ার পিছনেও কিছু কারণ রয়েছে। বিজেপির শীর্ষ নেতারা মনে করেন এই প্রচার শুরু করার আগে দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে কিছু বিষয় দেশের মানুষের কাছে স্পষ্ট করে তুলে ধরা দরকার। সে ক্ষেত্রে নরেন্দ্র মোদী হবেন সঠিক ব্যক্তি যিনি দেশ বাসীকে সম্বোধন করবেন। সেই কারণে মোদী দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। তার ভাষণে তিনি সেনা বাহিনীকে স্যালুট করেন, পাকিস্তানের বিরুদ্ধে সরকারের অবস্থান চূড়ান্ত করেন। প্রতিবেশী দেশকে
কড়া বার্তা দেন তিনি। তখনই দলের প্রচারের অভিমুখ নির্দিষ্ট হয়ে যায়।
ভারত-পাক সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি জন মানুষের যে সংসার তৈরি করেছিল তা স্পষ্ট করার প্রয়োজন ছিল, প্রধান মন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষনে তাও স্পষ্ট হয়ে যায়। এরপরেই ঠিক হয় আগামী ১০ দিন ধরে অপারেশন সিঁদুরের জন্য দেশব্যাপী তিরঙ্গা যাত্রা হবে। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে সেই যাত্রা শুরু হচ্ছে। তবে ১৬ তারিখ রাজ্যস্তরে এই যাত্রা হবে।

