Published by Subrata Halder on 31th March 2025 at 12:48pm
পীযূষ চক্রবর্তী,
এক টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউনের ইকো পার্ক এলাকায়। সোমবার ভোরে ইকো পার্কের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে একটি পরিত্যক্ত জায়গায় পড়ে থাকতে দেখা যায় সুশান্ত ঘোষ নামে ওই টোটো চালকের ক্ষতবিক্ষত দেহ। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।জানা গিয়েছে, রবিবার টোটো নিয়ে বেরিয়েছিলেন সুশান্ত। বাড়ি থেকে তাকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। রাজারহাটের রিকজোয়ানি মাঝেরহাট পাড়া এলাকার বাসিন্দা সুশান্ত বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন। পেশায় গাড়িচালক হলেও বাড়তি আয়ের জন্য মাঝে মধ্যে টোটো চালাতেন। কে বা কারা তাকে খুন করল তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন। সম্পর্কের টানাপোড়েন এবং টাকার লেনদেন নিয়ে অনেক দিন ধরেই জর্জরিত ছিল সুশান্ত। আর সেই কারণেই সম্ভবত পরিকল্পনা মাফিক তাকে খুন করা হয়েছে। পুলিশের অনুমান, কুপিয়ে খুন করার পর ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে সুশান্তকে। যার ফলে হওয়া অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে তার। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।