পীযুষ চক্রবর্তী,
বাঘাযতীন, ট্যাংরা, বাগুইআটির পরে এবার তপসিয়া। তপসিয়ার লোকনাথ বোস গার্ডেন রোডে একটি বহুতল ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান। বাড়ির বাসিন্দারা বিষয়টি জানতে পেরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তারা ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়িটি পরিদর্শন করে ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বসু। তার এলাকাতেই ওই বহুতলটি। তিনি ফ্ল্যাটের বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বহুতলটি ৭-৮ বছর আগে তৈরি হয়েছিল। পাশের বাড়ির সঙ্গে ন্যূনতম দূরত্ব ছাড় দেওয়া হয়নি।
লোকনাথ বোস গার্ডেন রোডের ওই বাড়িটির পাশাপাশি আরও দুটি বাড়ি হেলে পড়েছে। ওই বাড়িগুলির দূরত্ব মাত্র ৫০ মিটার। একাধিক বাড়ি ওই এলাকায় হেলে পড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় লোকজন। স্থানীয় বাসিন্দা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, দুটি বাড়ির মাঝে কোনও জায়গা ছাড়া নেই। কী করে পুরসভা অনুমতি দিল ভেবে পাচ্ছি না।’ স্থানীয় লোকজনের অভিযোগ, পুরসভা, পুলিশ, প্রশাসনের লোকজন টাকার বিনিময়ে একের পর এক বেআইনি নির্মাণের অনুমতি দিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ফ্ল্যাটের মালিকরা। অবিলম্বে এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
শহর ও শহরতলীতে একের পর এক বেআইনি নির্মাণের জেরে ফের একবার বিপাকে পড়তে চলেছে রাজ্যের শাসকদল, তা বলাই বাহুল্য। বেআইনি বহুতল নির্মাণের বিরুদ্ধে এবার বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।