বঙ্গবার্তা ব্যুরো,
আবারও দাবানলের থাবা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।নতুন করে আগুন লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায়! বুধবার রাতেই তা নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল।পালিসেডেস এবং ইয়াটনের পর এ বার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক হ্রদ-সংলগ্ন এলাকা।ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রায় দুসপ্তাহ ধরে দাবানলে পুড়ছে হাজার হাজার বাড়ি।প্রাণ হারিয়েছেন ২৮ জন।পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়বে এমন আশঙ্কা ছিলই।সেই আশঙ্কা সত্যি করেই লস অ্যাঞ্জেলসের উত্তর প্রান্তে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দ্রুত ৮ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে সেই আগুন।নতুন করে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমি দাবানলে জ্বলতে শুরু করে। ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাস ৭ জানুয়ারির দাবানলকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে দেয় বিভিন্ন এলাকায়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত পুড়ে গিয়েছে অন্তত ১২ হাজার বাড়ি। সাধারণ মানুষের পাশাপাশি গৃহহীন হলিউড তারকারাও। ১ লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে ক্যালিফোর্নিয়ার নানা এলাকা থেকে।এখনও নিখোঁজ বহু।