নিজ্জর হত্যাকাণ্ডে ভারতকে ক্লিনচিট কানাডা কমিশনের

Canadian Commission Report Declares No Indian Involvement in Hardeep Singh Nijjar's Assassination

বঙ্গবার্তা ব্যুরো,
খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা নেই বলে কানাডার একটি কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই রিপোর্টটি কানাডার নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে তদন্ত করে তৈরি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, নিজ্জরের হত্যাকাণ্ডে কোনো বিদেশি রাষ্ট্রের যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি।
২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে একটি গুরুদ্বারের বাইরে হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার প্রায় এক মাস পরে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার সংসদে দাবি করেন যে এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের ভূমিকা থাকতে পারে। এই মন্তব্যের পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ভারত কানাডার কাছে প্রমাণ চেয়ে আসলেও, কানাডা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
২০২৪ সালের মে মাসে কানাডা পুলিশ হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে চারজন ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রয়েছেন করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিং। যদিও তাদের জামিন মঞ্জুর হয়েছে, তবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাদের জেলেই থাকতে হবে।
এদিকে, জাস্টিন ট্রুডো ইতিমধ্যে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন, তবে তিনি এখনও দায়িত্ব পালন করছেন। এই প্রেক্ষাপটে কানাডার কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এই রিপোর্ট ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে।