Upload By K. Halder at 12th March 2025, 09:25 PM
বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক হিংসা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই নির্দেশ। বিচারপতি সৌমেন সেন এবং রাজা বসুচৌধুরীর ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন বিক্ষোভ চলছে। সেই ঘটনা থেকে ছড়িয়ে পড়ে হিংসা। হিংসার মোকাবিলা করার জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার জরুরী ভিত্তিতে এই মামলার শুনানি হয়।
রাজ্যের আইনজীবী প্রথমে কেন্দ্রীয় বাহিনী মোতায়নে আপত্তি জানায়। তারা আদালতকে বলে ইতিমধ্যে সেখানে বিএসএফের সাহায্য নেওয়া হছে। আদালত প্রশ্ন করে যেখানে বি এস এফের সাহায্য নেওয়া হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়নে আপত্তি কোথায়।
রাজ্য সরকারের আইনজীবী জানান মুর্শিদাবাদে ডিজি নিজে যাচ্ছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয় মুর্শিদাবাদে ৬ কোম্পানি বিএসএফ এবং ১০০০ পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে। ইতিমধ্যে ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্যের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এই মামলা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দু পক্ষের বক্তব্য শোনার পর আদালত মুর্শিদাবাদে জেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দেয়। নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশকে সাহায্য করবে।