কাশ্মীরে পর্যটন বিকাশে পাশে আছে রাজ্য

বঙ্গবার্তা ব্যুরো,

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্ল। শিল্প, পর্যটন ও কারিগরি শিক্ষায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকে সবচেয়ে গুরুত্ব পায়, জম্মু ও কাশ্মীরে পর্যটন উন্নয়নের বিষয়টি। কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হওয়ার দাবি করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কাশ্মীরের সৌন্দর্য্য অতুলনীয় হলেও পর্যটকদের মনে আজও নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আমি বাংলার মানুষকে বলছি আপনারা নিশ্চিন্তে কাশ্মীরে যান। কাশ্মীর খুব সুন্দর জায়গা। ভয়ের কোনো কারণ নেই। কিন্তু পর্যটকদের সেই নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে কেন্দ্রকে। কাশ্মীরের নিরাপত্তা রাজ্যের হাতে নেই। তাই সবটা তাদের পক্ষে সামলানো সম্ভব নয়।

তাই কেন্দ্রকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে, বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য, যেমন পাশমিনা, কেশর, আপেল, গোলাপ বিশ্বজুড়ে যার চাহিদা, তা পর্যটনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। তিনি বলেন, পর্যাপ্ত নিরাপত্তা থাকলে কাশ্মীর আবার ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। তিনি রাজ্যের মানুষ ও রাজ্যের শিল্পপতিদের, চলচ্চিত্র জগতের মানুষদের নির্ভয়ে কাশ্মীরে যাওয়ার আহ্বান করেন।

এদিন নবান্নে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাশ্মীরে যাবার আমন্ত্রণ জানান। মমতা বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণ স্বীকার করে বলেন, দুর্গাপুজোর পর তিনি কাশ্মীরে যাওয়ার চেষ্টা করবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কাশ্মীরের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। বলেন, তিনি কাশ্মীরকে ভালোবাসেন, ওখানে যেতে চান, ওদের পাশে থাকতে চাই।

20:51