বিয়ের মন্ত্র নিয়ে মতান্তর চরমে,হাতাহাতি শুধু বাকি

Chaos at Wedding as Priests Dispute Over Mantras Sparks Laughter

অভিজিৎ বসু
বর ও কনের চার হাত এক করাতে ছাদনা তলায় আসন পেতে বসেছিলেন দু’পক্ষের দুই পুরোহিত। প্রজাপতি ঋষিকে স্মরণ করে তারা মন্ত্রোচ্চারণ শুরু করতেই বিয়ের পদ্ধতি ও মন্ত্রচ্চারণ নিয়ে দুই পুরোহিতের মধ্যে বেধে যায় দ্বন্দ্ব। আর তা দেখে তখন হেসে দম ফেটে যাওয়া অবস্থা ছদনা তলায় বিয়ের পিঁড়িতে বসে থাকা বর এবং কনের। কিন্তু সে সবকে তোয়াক্কা না করে কোনটা রিচ্যুয়াল আর কোনটা একচুয়াল,তা নিয়েই দুই পুরোহিত একে অপরের দিকে আঙুল উঁচুয়ে তর্ক বিতর্ক জুড়ে দিয়েছেন। এর মাঝে পড়ে লগ্ন বয়ে যাবার উপক্রম হলে ছাদনা তলায় ছুটে যান পূর্ব বর্ধমামনের মঙ্গলকোটের নিগন গ্রামের কনে পরিবারে আত্মীয় পরিজন ও নিমন্ত্রিতরা। কোন রকমে দুই পুরোহিতকে সান্ত করিয়ে বিবাহ প্রক্রিয়া সম্পন্ন করতে সমর্থ হন।বিয়ের মণ্ডপে দুই ব্রাহ্মণ পুরোহিতের পাণ্ডিত্যের তরজা ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেন মহলে।
বিয়ের আসর, বিয়ের পদ্ধতি ও মন্ত্রচ্চারণ নিয়ে দুই পুরোহিতের দ্বন্দ্ব ও মতান্তরেরর ভিডিও সামাজিক মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল।সেই কাণ্ড দেখে হেসে খুন নেটিজেনরা।ভাইরাল ভিডিওতে দেখা যায় ছাদনাতলায় বর ও কনে বসে রয়েছে। তাঁদের কাছাকাছি বসে রয়েছেন আত্মীয়স্বজন ও নিমন্ত্রিতরা। তাদের সামনেই দুই পুরোহিত জড়িয়ে পড়েছেন বচসায়। একজন পুরোহিত আর একজনকে শেখাচ্ছেন বিয়ের সঠিক মন্ত্র ও পদ্ধতি । তা নিয়ে দুই পুরোহিতের দ্বন্দ্ব চরমে উঠলে পাশ থেকে একজন বলছেন,ঠাকুরমশাই, এবার রাত পেরিয়ে গিয়ে তো কোকিল ডাকবে। ঝগড়া থামিয়ে তাড়াতাড়ি করুন ।

দুই পুরোহিতের তর্কবিতর্কের দৃশ্য ততক্ষণে কেউ ক্যামেরাবন্দি করেে ফেলেন । পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নেটিজেনদের বিয়ে মানেই দুই পরিবারে আনন্দের রোল। কিন্তু মঙ্গলকোট থানার নিগন গ্রামে এক বিয়ের আসর যেন আনন্দের বদলে নাটকের মঞ্চে পরিণত হয়ে উঠেছিল।