রাজ্যে রামনবমী ঘিরে অশান্তির আশঙ্কা, বিজেপিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Published By Subrata Halder on 2nd April 2025 at 11:56 pm

বঙ্গবার্তা ব্যুরো,
রামনবমীকে সামনে রেখে রাজ্যে অশান্তি ছড়ানোর চে হবষ্টা চলছে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বিজেপির গেমপ্ল্যান অভিযোগ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, দয়া করে দাঙ্গা লাগিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। বাংলার মানুষ দাঙ্গা সহ্য করবে না।
ঈদের মতোই শান্তিপূর্ণভাবে রামনবমী, বাসন্তী পুজো এবং নববর্ষ পালনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ধর্ম মানেই কর্ম। ধর্ম মানে মানবিকতা। দানবিক হবেন না। আমি চাই সব ধর্মীয় উৎসব প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে, নিয়ম মেনে সম্পন্ন হোক।
মমতার অভিযোগ, রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর অভিযোগ মানুষের মধ্যে বিভাজন ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। গেরুয়া আর লালকে এক করে তুলছে । ওরা ধর্মের নামে এক নতুন সংস্কৃতি আমদানি করেছে, যেটা রামকৃষ্ণের নয়, স্বামী বিবেকানন্দের নয়, তপোবনের নয়, বেদ-উপনিষদের নয়। এটা বাংলার সংস্কৃতি নয়।
লন্ডনে তার সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে এনে বলেন, আমাকে বিদেশে প্রশ্ন করা হয়, আমি হিন্দু কিনা? এই প্রশ্ন তোলার সাহস হয় কীভাবে? আমি বিজেপিকে কোনও জবাব দিতে বাধ্য নই। ধর্ম আমার ব্যক্তিগত বিশ্বাস, তার ব্যবহার করে কেউ যদি রাজনীতি করতে চায়, তার জবাব বাংলার মানুষই দেবে।
রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের ধর্মীয় মিছিল এবং বিপুল ব্যয়ে পোস্টার-ব্যানারে ছয়লাপ প্রচার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, এটা সুপরিকল্পিত চক্রান্ত। লক্ষ লক্ষ টাকা খরচ করে ধর্মের নামে রাজ্যে দাঙ্গার বাতাবরণ তৈরি করা হচ্ছে। বাংলার মাটি তা বরদাস্ত করবে না।
বিজেপিকে জুমলা পার্টি বলে অভিযোগ করেন তিনি। বলেন, ধর্ম পালন করুন, অন্নপূর্ণা পুজো করুন, বাসন্তী পুজো করুন। কিন্তু দয়া করে বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করবেন না। বাংলার মানুষ ধর্ম পালন করে, ধর্ম নিয়ে ব্যবসা করে না।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, বাংলা শান্তি চায়, সম্প্রীতি চায়। ধর্ম থাকুক হৃদয়ে, রাজনীতিতে নয়। বাংলার মাটি দাঙ্গাবাজদের হাতে যাবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

08:26