Published By Subrata Halder, 23 May 2025, 09:07 a.m.
বঙ্গবার্তা ব্যুরো,
চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হলো। ত্রিপাক্ষিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক বেজিংয়ে অনুষ্ঠিত হয়। বুধবার ওই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধিরা ত্রিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং পারস্পরিক কল্যাণের জন্য এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর অঙ্গীকার করেন।
চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে সভাপতিত্ব করেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মহম্মদ ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মওলাভি আমির খান মুত্তাকিও বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে ওয়াং ই আলোচনার প্রধান সিদ্ধান্ত ও ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলি তুলে ধরেন।