Upload By K. Halder at 15th March 2025, 11:05 PM
বঙ্গবার্তা ব্যুরো,
গত জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ভাবে বিরোধীতায় জড়িয়ে পড়েছে বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি আমেরিকা ও চীন। ভারত, কানাডা, চীন-সহ একাধিক দেশের উপর গত ২রা এপ্রিল ব্যাপক হারে শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন।এর পাল্টা শুল্ক চাপায় বেজিং।পরে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখলেও চিনের উপর পারস্পারিক কর ১৪৫ শতাংশে পৌঁছেছে। একে ওয়াশিংটনের ‘অবৈধ জুলুমবাজি’ বলে অভিযোগ করে এর বিরুদ্ধে বেইজিং মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ জবাবি শুল্ক আরোপ করেছে।
এখানেই না থেমে চিন তার এয়ারলাইন্সগুলোকে আমেরিকান বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের জেট ডেলিভারি গ্রহণ বন্ধ করতে নির্দেশ দিয়েছে।ব্লুমবার্গ নিউজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।এই আর্থিক সংবাদ মাধ্যম আরও জানিয়েছে যে চীন তার বিমান সংস্থাগুলোকে মার্কিন কোম্পানিগুলো থেকে বিমান সংক্রান্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ক্রয় স্থগিত করতে বলেছে।পাশাপাশি মার্কিন পণ্যের উপর বেজিংয়ের জবাবি শুল্ক বিমান ও যন্ত্রাংশ আমদানির খরচ ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে।
ব্লুমবার্গ জানিয়েছে, চিন সরকার বোয়িংয়ের জেট লিজ নেওয়া এবং বেশি খরচের মুখোমুখি হওয়া এয়ারলাইন্সগুলোকে সহায়তা করার কথা ভাবছে। বোয়িংয়ের জেট নিয়ে চিনের এমন সিদ্ধান্ত জানিয়ে দিল বেজিং পিছু হটতে নারাজ। তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে দু’একটি পণ্যে নয়, আমেরিকার উচিত তাদের নতুন শুল্কনীতি থেকে পুরোপুরি সরে আসা, তবেই পরিস্থিতি স্বাভাবিক হবে।