শিশু পাচার চক্রের আরও একজনকে গ্রেফতার করল সিআইডি

বেআইনি ভাবে শিশু বিক্রি চক্রের আরও এক চাঁই গ্রেফতার। জোৎস্না নামে সল্টলেকের বাসিন্দা এক মহিলাকে বৃহস্পতিবার তার বাড়ি থেকে গ্রেফতার করেছে সিআইডি। এর আগে আরও তিনজনকে গ্রেফতার করেছিলেন গোয়েন্দারা। তাঁদের জেরা করেই জ্যোৎস্নার সন্ধান পায় সিআইডি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, শিশু বিক্রির অভিযোগে গত বুধবার ঠাকুরপুকুর থানা এলাকার একটি নার্সিংহোমের এক কর্মীকে গ্রেফতার করে রাজ্যের গোয়েন্দা সংস্থা। সৌরভ অধিকারী নামে ওই কর্মীকে জেরা করেই জ্যোৎস্নার সন্ধান পাওয়া যায়। জ্যোৎস্না সৌরভের হয়েই কাজ করত। সিআইডি জানিয়েছে, সৌরভের কাজ ছিল সদ্যোজাতদের জন্মের বেআইন সার্টিফিকেট তৈরি করে দেওয়া। গত নভেম্বরে হাওড়ার শালিমার স্টেশনের সামনে বিহার থেকে এক শিশুকে নিয়ে এসে বিক্রি করার চেষ্টার অভিযোগে দুজন গ্রেফতার হয়। মানিক হালদার এবং মুকুল হালদার নামে ওই দম্পতিকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, তাদের সঙ্গে যোগ ছিল সৌরভের। একইসঙ্গে তাদের কথা মতো জ্যোৎস্না বিভিন্ন সময়ে বিহার থেকে শিশুদের নিয়ে আসত এরাজ্যে। তারপর সেগুলো সন্তানহীন বাবা-মাকে বিক্রি করা হতো মোটা টাকায়। এর চক্রের সঙ্গে আর কারা জড়িত তাও তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।