
তাদের সুরাহা দিতে তাই ভিন রাজ্যে আলুর রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের কৃষক ও হিমঘর মালিকদের আতঙ্কিত করছে।
কারণ বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমানে ও হুগলির কিছু অংশে এখনও মজুদ আলুর পরিমাণ
কয়েক লক্ষ টন। সেই আলু হিমঘর থেকে না বেরোলে নতুন আলু উঠলে এই পুরনো আলু ফেলে দিতে হবে। সেই বিপুল ক্ষতির দায় কে নেবে প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি সুনীল রানা বলেন, সরকার সব জেনেও চুপ করে আছে। আর যত দিন যাচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জটিল হচ্ছে।
অথচ সাধারণ মানুষকেও মাশুল দিতে হচ্ছে।