পীযূষ চক্রবর্তী,
দোলের দিন বাঁশদ্রোণী এলাকায় ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল। এই ঘটনায় পুলিশ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, দোলের দিন বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্কের পালপাড়া এলাকায় একটি পরিবারের সঙ্গে স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্যের বচসা বাধে। একে অপরকে লক্ষ্য করে কু ভাষা প্রয়োগ করতে থাকে। বচসার মাঝেই ওই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ক্লাবের কাছে এসে উপস্থিত হয়। সেই সময় তারা ওই ক্লাবের তিন সদস্য বাবন সামন্ত, রতন দাস, অভিজিৎ সরকার, অজয় সিংদের উপর হামলা শুরু করে। বঁটির আঘাতে আহত হয় হন ক্লাবের চার সদস্য। ওই ক্লাবের পক্ষ থেকে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করা হলে ওই পরিবারের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে মধ্যে টিঙ্কু দাস, রাহুল দাসের বাড়ি প্রগতি ময়দান থানা এলাকায়। রুদ্র রায় অবশ্য বাঁশদ্রোণী থানা এলাকাতেই থাকেন।
বচসার জের স্থানীয় ক্লাব সদস্যদের ওপর বঁটি নিয়ে হামলার অভিযোগ,গ্রেফতার ৩
