নির্বাচনী প্রচারের সময় কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর মাথায় গুলি দুষ্কৃতকারীদের

Published by Subrata Halder, 08 June 2025, 11:17 p.m

বঙ্গবার্তা ব্যুরো,
কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি নির্বাচনী জনসভায় প্রচারে গিয়ে গুলিবিদ্ধ প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সিনেটর মিগুয়েল উরিবে তুরবায়। শনিবার বোগোটায় বক্তব্য রাখার সময় আচমকা তিনি হামলার শিকার হন।
পুলিশ জানিয়েছে, মাথায় দুবার ও হাঁটুতে একবার গুলিবিদ্ধ হওয়া উরিবের পরিস্থিতি সংকটাপন্ন।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে, হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার চেষ্টাকরলে ওই কিশোর পুলিশের গুলিতে আহত হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
উরিবের স্ত্রী মারিয়া ক্লাউদিয়া তারাজোনা দেশবাসীর প্রতি স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিগুয়েল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উরিবে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন, উপস্থিত লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। সংবাদ সংস্থা
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ উরিবেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার সমর্থকেরা জড়ো হয়ে প্রার্থনা করেন।
বোগোটার মেয়র কার্লোস ফার্নান্দো গালান, ঘটনার তীব্র নিন্দা করেছেন। উরিবের দল এই ঘটনাকে গণতন্ত্র ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মনে করছে। কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারও এ হামলার নিন্দা জানিয়ে একে ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং গণতন্ত্রের বিরুদ্ধে সহিংসতা বলে উল্লেখ করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও হামলার নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের ওপর সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেন।
রাষ্ট্রপতি পেত্রো এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশে বলেন, আজ একটি বেদনার দিন। মিগুয়েল উরিবের সঙ্গে রাজনৈতিক মতভেদ রয়েছে, কিন্তু তা শুধুই রাজনৈতিক। এখন সবচেয়ে জরুরি হলো, আমরা সবাই হৃদয়ের শক্তি দিয়ে তার জীবনের জন্য প্রার্থনা করি।

19:40