বঙ্গবার্তা ব্যুরো,
পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই-এর চার শীর্ষ সদস্যের ঢাকা সফর ঘিরে গোটা পরিস্থিতির উপর নজর রাখার কথা জানাল দিল্লি।২১শে জানুয়ারী রাওয়ালপিন্ডি গোপনে একটি উচ্চ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পাঠায়। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পৌঁছানোর পর বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।কিন্তু শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের মহম্মদ ইউনুসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ।এই ঘটনা স্বীকার করে শুক্রবার বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত তার নিকটবর্তী প্রতিবেশী অঞ্চলের উন্নয়নের উপর খুব নিবিড় নজর রাখছে, বিশেষ করে যেগুলি তার জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। প্রয়োজনে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি ইসলামাবাদে গিয়েছিলেন বাংলাদেশের সেনাকর্তারা। এরপরেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর বিশ্লেষণ মহাপরিচালক মেজর জেনারেল শহীদ আমির আফসার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে বাংলাদেশ সফর করছেন বলে জানা গেছে।যদিও এই গোপন সাক্ষাতের বিষয়ে প্রকাশ্যে কিছু জানায় নি দুই দেশ। কিন্তু বাংলাদেশ-পাকিস্তানের এই ‘আঁতাত’ মোটেই হালকাভাবে নিচ্ছে না ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে পড়শি দেশে যা হচ্ছে সেগুলো সম্পর্কেও আমরা অবগত। যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হয় তাহলে প্রয়োজনে যেকোনও পদক্ষেপ করা হবে।