বঙ্গবার্তা ব্যুরো,
শহর কলকাতার ভোট শতাংশ বাড়াতে নির্বাচন কমিশন এবার নতুন পদক্ষেপ করেছে যেখানে শহরের হাইরাইজ বিল্ডিং গুলোর মধ্যেই এবার কমিশন করতে চাইছে বুথ। দীর্ঘ প্রায় ১৫ বছরের নির্বাচনের ইতিহাস ঘেঁটে নির্বাচন কমিশন দেখেছে শহর কলকাতার মানুষের ভোটদানে রীতিমতো অনীহা আছে। সেই অনীহাকে দূর করতে নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পদক্ষেপ করেছে কিন্তু আদপে তাতে কোন ফল হয়নি। যার জন্যই নির্বাচন কমিশন এবার এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে।
মূলত শহর কলকাতার মধ্যে যে সমস্ত হাইরাইজ বিল্ডিং গুলো আছে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে 600র বেশি ভোটার রয়েছে ওই সমস্ত হাইরাইজ বিল্ডিং গুলোতে। খুব স্বাভাবিক ভাবেই তাই নির্বাচন কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত হাইড়াইজ বিল্ডিং গুলোয় যদি আলাদা করে বুথ তৈরি করা যায় তাহলে শহর কলকাতার মানুষের ভোট শতাংশের হার অনেকটাই বাড়বে। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে শহর কলকাতার মানুষের ভোট শতাংশের হার ৫৫ শতাংশের বেশি হয়নি। বহু রকম ভাবে প্রচার চালানোর পরেও যখন বিফল হয়েছে নির্বাচন কমিশন তখন আসন্ন 2026 এ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ যেন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাঁদের নিজেদের কাছেই।
যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত কেবলমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক কেবলমাত্র চারটি হাইরাইজ বিল্ডিং এর সঙ্গে কথা রাজি করাতে সক্ষম হয়েছে তাঁদের অ্যাপার্টমেন্টের ভিতর নির্দিষ্ট বুথ তৈরি করতে। যদিও এখনও পর্যন্ত উত্তর এবং দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকেরা এই বিষয়ে কোনো ঠিকানাই দিতে পারেনি নির্বাচন কমিশনের কাছে। যেহেতু এখন রাজ্যের বুথ সংখ্যা বাড়তে চলেছে নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী তাই একই সঙ্গে শহর কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত হাইরাইস বিল্ডিং গুলো আছে সেখানে এই একই পদক্ষেপ করতে চাইছে নির্বাচন কমিশন।
তাই তার আগে যদি সব জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট এসে পৌঁছায় তাহলেই শহর কলকাতা সহ রাজ্যের সব জায়গাতেই হাইরাইজ বিল্ডিং এর ভোটারদের ভোট শতাংশের হার বাড়তে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন।