বঙ্গবার্তা ব্যুরো,
সদ্য আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে মগডালে হোসে মোলিনার ছেলেরা। এবার সামনে মুম্বই সিটি এফসি। হোসে মোলিনা বলেছেন লিগ শিল্ড জয় সম্পূর্ন হলেও দলের মানসিকতায় কোনও বদল নেই।
মোহনবাগান সুপারজায়ান্টের দাপুটে পারফরম্যান্সের নেপথ্যে দলের প্রতিটি বিভাগের অবদান অনস্বীকার্য। মোলিনা পুরো দলের প্রশংসা করছেন।
সবুজ মেরুন জার্সিতে খেলতে এসে প্রথম বছরেই আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন মিডফিল্ডার আপুইয়া। এর আগে মুম্বই সিটি এফসির জার্সি গায়েও চ্যাম্পিয়ন হয়েছিলেন। দুটো ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে আপুইয়া বলছেন মুম্বইয়ের হয়ে চ্যাম্পিয়ন হওয়াকেই তিনি এক নম্বরে রাখবেন। কারন সেইসময় মুম্বইয়ের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে নেইমার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া গিয়েছিল। আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ায় মুম্বই সিটি এফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছিল। এখন চ্যাম্পিয়ন হলে পরের ধাপে খেলার সুযোগ পাওয়া যায়। আপুইয়া তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,নেইমারদের বিরুদ্ধে খেলার সুযোগকে এগিয়ে রাখছেন।
মোহনবাগান সুপারজায়ান্টের সাফল্যের পেছনে স্ট্রাইকার এবং ডিফেন্ডারদের পারবরম্যান্সের প্রশংসা করা হচ্ছে। এখানেও হালকা অনুযোগ রয়েছে আপুইয়ার। মোহনবাগান সুপারজায়ান্টের মিডফিল্ডার বলছেন দলের সাফল্যে মিডফিল্ডারদের গুরুত্ব যথেষ্ট। গোল করা এবং বাঁচানো দুটো ক্ষেত্রেই ভূমিকা রয়েছে মিডফিল্ডারদের।
মুম্বাই এফসি র মুখোমুখি মোহনবাগান, আত্মবিশ্বাস তুঙ্গে
