খাটাল ভাবলে মন, নিশ্চয়ই মতিভ্রম, ওটা আসলে রাস্তা এতটাই দূরবস্থা

Damaged village road in Purba Bardhaman

Upload By K. Halder at 20th March 2025, 11:14 AM

বঙ্গবার্তা ব্যুরো,
বছর তিনেক আগে তৈরি হয়েছিল রাস্তা। আর তিন বছরের মধ্যেই সেই রাস্তার অবস্থা বেহাল, গোটা রাস্তা খানাখন্দে ভরা, চলাচলের অযোগ্য। রাস্তার অবস্থা যে বেহাল পঞ্চায়েতের উপপ্রধান তা অকপটে স্বীকার করে নিয়েছেন।

পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত নওপাড়া থেকে চক বামন গড়িয়া পর্যন্ত দীর্ঘ ১১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল একেবারেই অসম্ভব হয়ে ওঠে, গ্রামবাসীরা জানাচ্ছেন এই রাস্তা দিয়ে প্রতিদিন ৩৮ টি গ্রামের মানুষ যাতায়াত করেন।

নাদনঘাট রামপুরিয়া হাই স্কুল, নাদনঘাট গার্লস হাই স্কুল এবং নাদনঘাট হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যান। প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা ফলে রাস্তার সংস্কার হোক দ্রুত চাইছেন এলাকাবাসী। শনিবার বকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখ জানান, জেলা পরিষদ এই রাস্তাটি তৈরি করেছিল, যে সংস্থা টেন্ডার পেয়েছিল তারা নিম্ন মনের সামগ্রী ব্যবহার করার জন্যই রাস্তাটি দ্রুত খারাপ হয়ে গেছে। আমরা উচ্চ পর্যায়ের সব স্তরে বিষয়টি নজরে এনেছি। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিষয়টি জানেন, এপ্রিলের মধ্যে কাজ শুরু হবার কথা থাকলেও এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে দ্রুত রাস্তা তৈরীর কাজ হবে জানিয়েছেন তিনি।

06:57