বঙ্গবার্তা ব্যুরো,
নৃত্যশিল্পী সুতন্দ্রার মৃত্যু নিয়ে নতুন করে অভিযোগ দায়ের করলেন তাঁর মা।এবার তিনি চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ২৪ ফেব্রুয়ারি মেয়ের মৃত্যুর পর তিনি কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
নতুন করে অভিযোগ করলেও সুতন্দ্রার মা ইভটিজিং এর কথা আবারও বলেছেন। এবার তিনি বলছেন দুটি গাড়িতে যারা ছিল সকলেই দায়ী। এর আগেই তিনি বলেছিলেন সাদা গাড়িতে যারা ছিলেন তারা মদ্যপ অবস্থায় ছিলেন।
সুতন্দ্রার মা ইভটিজিং এর অভিযোগ করলেও পুলিশ প্রথম দিনেই জানিয়েছিল দুটি গাড়ির রেষারেষির ফলেই এই দুর্ঘটনা হয়।তারা এও জানিয়েছিল ইভটিজিং এর কোন ঘটনা ঘটেনি।
ইতিমধ্যে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। আদালতে দুটি গাড়ির সওয়ারীদের বয়ান নেওয়া হয়েছে। বয়ান নেওয়া হয়েছে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মারও। তিনি বলেছেন, ম্যাডাম অর্থাৎ সুতন্দ্রার কথাতেই তিনি সাদা গাড়ির পিছনে ধাওয়া করেছিলেন।গাড়ির গতি প্রায় ১০০ কিলোমিটার ছিল বলেও জানিয়েছেন তিনি। রাজদেও শর্মার দাবি গাড়ি বড় রাস্তা ছেড়ে সার্ভিস রোডে ঢুকে যাওয়ার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে যায়।
মেয়ের মৃত্যুর জন্য সবাইকে দুষে নতুন অভিযোগ দায়ের মায়ের
