নরেন্দ্রপুরে স্কুল ঘর থেকেউদ্ধার শিক্ষকের দেহ

পীযুষ চক্রবর্তী,
স্কুলের ঘর থেকে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুরে। শনিবার সকালে গ্রীনপার্ক এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার হয় ওই শিক্ষকের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে ওই স্কুলের হিন্দির শিক্ষক ছিলেন রাজেশ রজক, বয়স ২৮। নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা রাজেশকে দিন সকাল থেকেই খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। তারা খুঁজতে খুঁজতে ওই স্কুলে পৌঁছে যান। সেখানে দেখেন স্কুলের একটি ক্লাসঘরে ঝুলছে রাজেশের দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে উদ্ধার করে দেহটি। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। কিছুদিন ধরেই রাজেশ অবসাদে ভুগছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তার পরিবারের লোকজন। স্কুলের চাবি রাজেশের কাছেই থাকতো। এদিন সকালে তার কোনও খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। স্কুলে গিয়ে দেখতে পান গলায় দড়ি অবস্থায় ঝুলছেন রাজেশ। আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ওই স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছে। পরিবারের লোকজনের সঙ্গেও তদন্তকারীরা কথা বলছেন বলে জানা গিয়েছে।