Upload By K. Halder at 14th March 2025, 08:34 PM
বঙ্গবার্তা ব্যুরো,
বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইসা গঞ্জালেজকে হারিয়ে এবার ফের ক্ষমতা দখল করতে চলেছেন নোবোয়া। ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ইকুয়েডরের নির্বাচনী কর্তারা প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে এই প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছেন। ২০২৩ সালেও লুইসা গঞ্জালেজকে হারিয়ে প্রেসিডেন্ট পদে বসেন নোবোয়া।তবে এবারে ফের হারের পরে লুইসা গঞ্জালেজ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন। শেষ পাওয়া খবরে ৪৪ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন লুইসা।
২০২৩ থেকে ইকুয়েডরে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করে চলেছেন ন্যাশানাল ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টির ৩৭ বছর বয়সী নোবোয়া।তিনি ইকুয়েডরের অন্যতম ধনী ব্যক্তির সন্তান,যিনি মাত্র দুই বছর আগে রাজনীতিতে পা রেখেছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে ইকুয়েডরের সংসদ ভেঙে যাওয়ার পর জরুরি নির্বাচনে তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসেই নিজেকে তিনি এক কঠোর অপরাধবিরোধী নেতা রূপে প্রতিষ্ঠা করেছেন।
এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়ে যখন দেশটি মাদক কোকেন ব্যবসা ঘিরে ব্যাপক হিংসতার সম্মুখীন। ইকুয়েডরে খুন-জখম- হত্যার হার লাতিন আমেরিকায় এখন সর্বোচ্চগুলোর মধ্যে একটি, যা ভোটারদের জন্য বড় উদ্বেগের বিষয় ছিল।এ বছরের প্রথম দুই মাসে প্রতি ঘণ্টায় একটি করে হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে নোবোয়ার সরকার একাধিক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে—এর মধ্যে আছে একটি নতুন সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগার নির্মাণ এবং ইকুয়েডরের ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা। সমীক্ষা বলছে এবারের ভোটে নিরাপত্তার ইস্যু এতটাই জোরালো ছিল যে তার পুরোটাটাই সমর্থন হিসেবে গেছে নোবোয়ার দিকে।