শিল্প হোক সঙ্গে চাকরী, দাবী দেউচা পাঁচামির বাসিন্দাদের

বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই শুরু হয়ে গেল দেউচা-পাঁচামি প্রকল্পের কাজ। বিজিবি এসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই প্রকল্পে কাজ শুরু করে দেওয়ার মতো সব ব্যবস্থাই হয়ে গেছে । এখন যে কোনো দিনই কাজ শুরু করে দেওয়া যায়। তাঁর ইচ্ছেতেই কাজ শুরু হচ্ছে দেউচা-পাঁচামিতে। একদিকে যখন প্রশাসন কাজ শুরু করতে চলেছে তখন স্থানীয় বাসিন্দারা চাকরির দাবীতে বিক্ষোভ দেখাচ্ছেন। তবে কোনও রকম সমস্যা যাতে না হয় তার জন্য মথুরাপাহাড়ি এলাকায় মোতায়ন করা হয়েছে পুলিশ। এর পাশাপাশি খনন শুরুর প্রস্তুতি প্রায় শেষ।
জেলা প্রশাসন সূত্রের খবর মহম্মদবাজারের চাঁদা মৌজা থেকেই শুরু হবে কাজ। ঐ এলাকায় সরকারের অধিগৃহীত জমি আছে। সেখান থেকেই কাজ শুরু করতে চাইছে সরকার। প্রশাসনের এই তৎপরতার পাশাপশি চলছে জমিদাতাদের বিক্ষোভ। তারা চাকরির দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য শিল্পের বিরুদ্ধে তারা নন । শিল্পের জন্য জমিও দিয়েছেন তারা। একই সঙ্গে চাইছেন চাকরিটাও যদি হয়ে যায় তাহলে তাদের আস্থা বাড়বে।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রকল্প, ওই এলাকার আর্থ সামাজিক পরিস্থিতি বদলে দেবে। বহু মানুষের কর্মসংস্থান হবে।