বঙ্গবার্তা ব্যুরো, রমিত সরকার
রথের দড়ি হাতে হাজারো ভক্ত, শঙ্খ-ঘণ্টার শব্দে মুখর গোটা মায়াপুর এমনই এক আধ্যাত্মিক পরিবেশে পালিত হলো মায়াপুর ইসকনে উল্টোরথ। রথযাত্রার ফিরতি পর্বে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী ফিরলেন গুণ্ডিচা মন্দির থেকে পুনরায় মূল মন্দিরে।
সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় নানা ধর্মীয় আচার ও ভক্তিমূলক কর্মসূচি। স্থানীয়দের সঙ্গে দূরদূরান্ত থেকে আসা দেশ-বিদেশের দর্শনার্থীরা যোগ দেন এই উৎসবে। রথের রশিতে টান দিতে পেরে অনেকেই ধন্য মনে করেন নিজেদের। অনেকে বলেন,
জগন্নাথের রথ টানতে পারা মানেই জন্মজন্মান্তরের পুণ্যফল।
মায়াপুর ইসকনের সন্ন্যাসী ও পুরোহিতরা জানান, উল্টোরথ শুধুই ফিরতি যাত্রা নয়, এটা এক আত্মিক পুনর্মিলনের প্রতীক। যাত্রাপথে গান, কীর্তন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে গোটা অনুষ্ঠানকে মহোৎসবের রূপ দেওয়া হয়। ভক্তদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে রথ টানার জন্য পুলিশ প্রশাসন এবং ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।
উল্টোরথের এই দিনটি যেন মায়াপুরকে নতুন এক প্রাণবন্ত ভক্তিময় রূপে উদ্ভাসিত করল।