বঙ্গবার্তা ব্যুরো,
শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যকে তিনি সমর্থন করেন না। মঙ্গলবার বিধানসভায় এসে জনিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপির পরিষদীয় দলের সঙ্গেও দেখা করেন দিলীপ ঘোষ। এদিন সন্দেশ নিয়ে দলের বিধায়কদের সঙ্গে দেখা করেন। সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গেও তার দেখা হয়, কথাও হয়।বিজেপি বিধায়করা দুই নেতাকে এক হয়ে কাজ করার অনুরোধ করেন বলেও জানা গেছে। দুই নেতাই তাতে রাজি হয়েছেন।
পরে সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীর মন্তব্য তিনি সমর্থন করেন না। এর ফলে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়। তিনি বলেন রাজনীতি হোক গণতান্ত্রিক বিষয় নিয়ে। শুভেন্দুর মন্তব্য সমর্থন না করলেও একই সঙ্গে তিনি ফিরহাদ হাকিম এবং হুমায়ুন কবীরের মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন।
রাজ্যে রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শাসক দলকেই নিতে হবে। যে ধরণের মন্তব্য করা হচ্ছে তাতে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে বাধ্য। শাসক দলকেই এ বিষয়ে এগিয়ে আসতে হবে পরিস্থিতি শান্ত রাখার জন্য
শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে সায় নেই দিলীপের
