বিয়ের পিঁড়িতে বসছেন ৬১ বছরের যুবক দিলীপ ঘোষ, পাত্রী মহিলা শাখার নেত্রী

Dilip Ghosh wedding BJP leader

Upload By K. Halder at 18th March 2025, 11:52 AM

বঙ্গবার্তা ব্যুরো,
গ্রামে গ্রামে রটি গেল সেই বার্তা ক্রমে দিলপ ঘোষ বসছেন বিয়ের পিঁড়িতে। ৬১ বছরের এই বিজেপি নেতা তার মায়ের ইচ্ছেতেই বিয়েতে রাজি হয়েছেন বলে খবর। তার বিয়ের খবর বৃহস্পতিবার তৃণমূল নেতা কুনাল ঘোষের টুইট থেকেই প্রথম সবাই জানতে পারেন। পরে সেই খবরে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে। পাত্রীও বিজেপি নেত্রী।

রিঙ্কু মজুমদার।দুজনের পরিচয় বহু দিনের। পরস্পরকে পছন্দও করেন। তবে মা, পষ্পলতা দেবীর ইচ্ছেকে মেনে নিয়েই বিয়েতে রাজি হয়েছেন দিলীপ ঘোষ। রিঙ্কু মজুমদার দক্ষিণ কলকাতা বিজেপি মহিলা মোর্চার নেত্রী। তাঁর এক ছেলে আছে। সঞ্জয় দাশগুপ্ত। সেও বিজেপির সক্রিয় সদস্য।

দিলীপ ঘোষের বিয়েতে হাজির থাকতে সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জীর মতো নেতা নেত্রীরা সকল সকালই দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে পৌঁছে যাবেন বলেই খবর। সকাল থেকেই অতিথি অভ্যাগতরা আসতে শুরু করেছেন ।থাকছেন পবন বনসলের মতো নেতাও।

দলীয় স্তরে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল বলেই খবর।সঙ্ঘের নিয়ম অনুযায়ী নাকি কোনও প্রচারক বিয়ে করতে পারেন না। দিলীপ ঘোষ প্রচারক হয়ে কীভাবে বিয়ে করছেন, এই প্রশ্ন উঠতে থাকে। সূত্রের খবর স্বয়ং জেপি নাড্ডাও নাকি দিলীপ ঘোষকে বিয়ে করতে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি তো দিলীপ ঘোষ, নিজের সিদ্ধান্ত তিনি নিজেই নেন। তাই বিয়ে বহাল। তবে হ্যঁ, আইন যেমন থাকে তেমনই থাকে তার ফাঁক। দিলুদাও সেই ফাঁক দিয়েই বিয়ে নিয়ে দলীয় আপত্তির ফাঁদ কেটে বেরিয়ে এসেছেন।

বিজেপির নিয়ম কেউ যদি বিধায়ক বা সাংসদ হিসেবে বেতন নেন, তাহলে তিনি আর প্রচারক থাকেন না। দিলীপ ঘোষ সাংসদ এবং বিধায়ক হিসেবে বেতন নিয়েছেন। তাই এখন তাঁর বিয়েতে কোন বাধা নেই। বঙ্গ বিজেপিতে এখন তাই সাজ সাজ রব, শুক্রবারের সান্ধ্য বাসরে সই সাবুদ সেরে, দিলীপ রিঙ্কুর চারহাত এক হবে।

15:56