বিপর্যয় উত্তরাখন্ডে, ধ্বস ও হরপা বানে ভেসে গেলো গ্রাম

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি: সংগৃহীত

উত্তরাখন্ডে ফের মেঘ ভাঙ্গা বৃষ্টি, হরপা বান ও ধ্বসে নিশ্চিহ্ন থরালি গ্রাম। গতকাল হঠাৎই মেঘ ভেঙে মুষল ধারায় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে ধ্বস নামে।আর তাতে থারালি গ্রামের জনবসতির অনেক অংশ নিশ্চিহ্ন হয়ে যায়।

বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। তবে এখনও খোঁজ মেলেনি স্থানীয় অনেকের। প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘভাঙ্গা বৃষ্টির কিছুক্ষণের মধ্যেই পাহাড় বেয়ে প্রবল গর্জনে নেমে আসে খরস্রোত, যার তীব্রতা ছিল আতঙ্ক জনক। পরপর ধ্বস নামতে থাকে, উভয় বিপর্যয়ে থারালী গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়।

যোগাযোগের রাস্তাও ধ্বসে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়েছেন অনেকে। কিছুদিন আগেও উত্তরা খন্ডে এমন প্রাকিতিক বিপর্যয় হয়। তার রেশ মেলানোর আগেই ফের এমন ঘটনা ঘটলো।