বঙ্গবার্তা ব্যুরো,
ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর অভিযান আবারও বড় সাফল্য এনে দিল। ওড়িশা সীমান্ত লাগোয়া গরিয়াবান্দ জেলার জঙ্গলে টানা ৩৬ ঘণ্টার অভিযানে ১৫ জন মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত তিনজন শীর্ষ নেতা রয়েছেন, যাদের মাথার দাম কোটি টাকার ওপরে ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশা পুলিশ, ছত্তিশগড় পুলিশ, এবং আধাসেনার ১০টি পৃথক বাহিনী এই যৌথ অভিযান চালায়। কুলহাড়ি ঘাট এলাকার গভীর জঙ্গলে মাওবাদীদের ঘাঁটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে মাওবাদীরা গুলি চালায়, পাল্টা জবাব দেয় বাহিনী। সংঘর্ষে সোমবারই দুই মাওবাদীর দেহ উদ্ধার হয়।
মঙ্গলবার সকালে আরও ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদী)-র সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ ( মাথার দাম ১ কোটি টাকা), স্পেশাল জোনাল কমিটির সদস্য গুড্ডু ( মাথার দাম ২৫ লাখ টাকা), এবং সেন্ট্রাল কমিটির আরেক শীর্ষ নেতা জয়রাম ওরফে চলপতি ( মাথার দাম ১ কোটি টাকা)।
অভিযানকালে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। গোটা এলাকা এখনও নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, এবং তল্লাশি অব্যাহত। বিশেষজ্ঞরা মনে করছেন, মাওবাদীদের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য।