বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির স্পর্শকাতর অবস্থা বুঝেই মুসলিম সমাজের আস্থা ধরে রাখতে সক্রিয় মমতা। একদিকে যেমন হিন্দী ভাষী ভোটার নিয়ে ভুতুড়ে অভিযোগ ভাসিয়ে দিয়েছেন ঠিক তেমনি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কট্টর মুসলিম বিরোধিতার পরেও সরকার কোনো ব্যবস্থা নিতে পারে নি।
যা নিয়ে মুসলিম সমাজেও অসন্তোষ তৈরি হচ্ছে বুঝেই
ফুরফুরা শরীফ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে মুসলিম সমাজের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি। লন্ডন সফরে যাবার আগেই তিনি ফুরফুরা শরীফ যাচ্ছেন। ফুরফুরায় তিনি পীরজাদাদের সঙ্গে সেখানকার উন্নয়ন এবং অন্যান্য বিষয়ে কথা বলবেন বলে দলের শীর্ষ নেতৃত্ব জনালেও রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলিম ভোট ব্যাঙ্ক অটূট রাখার ওপর জোর দিতেই তার এই ফুরফুরা শরীফ যাত্রা বলে মনে করছেন বিরোধী দলের নেতারা। সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ২২ মিনিট কথা বলেছেন ভাঙড়ের আই এস এফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরে নওসাদ সাংবাদিকদের জানিয়েছিলেন বিধায়ক তহবিলের টাকা পঞ্চায়েত সমিতি ঠিক মতো খরচ করতে দিচ্ছে না। তাই নিয়েই মুখ্যমন্ত্রী কাছে গিয়েছিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে নওসাদের নবান্ন যাওয়া এবং তার সাত দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর ফুরফুরা যাওয়ার মধ্যে রাজনৈতিক যোগসূত্র রয়েছে।
ফুরফুরা শরিফ যাচ্ছেন মমতা কথা বলবেন পীরজাদাদের সঙ্গে
