পীযূষ চক্রবর্তী,
থানার ভিতরেই মহিলা সাব-ইন্সপেক্টরের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নিউটাউন থানায়। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, দোলের দিন মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল ওই দুজন। সেক্টর ফাইভের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় তাদের গাড়িটি, ধাক্কা মারে একটি পাঁচিলে। স্থানীয় লোকজন ওই দুজনকে গাড়ি থেকে বের করতে গেলে তখন তাদের গালিগালাজ শুরু করে তারা। খবর পেয়ে সেখানে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, থানাতে এসেও তারা বেয়াদপি করতে থাকে। সেই সময় থানায় থাকা কর্তব্যরত মহিলা ডিউটি অফিসার ওই দুজনের নাম জিজ্ঞেস করলে তখনই তারা অসভ্যতা শুরু করে। ওই মহিলা অফিসারের গায়ে হাত দিয়ে মারধর করতে থাকে। পোশাক ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ওই দুজনকে গ্রেফতার করেছে।
থানার মধ্যে মহিলা অফিসারকেই শ্লীলতাহানির অভিযোগ দোষীদের বিরুদ্ধে
