ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প

বঙ্গবার্তা ব্যুরো,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/ ছবি:ফাইল

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পূর্ন হতে চলেছে, এই দাবী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সংবাদিক সম্মেলনে তিনি এই দাবী করেন।

ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার বিষয়ে খুব কাছাকাছি আছি। এই চুক্তির আওতায় ভারত বাজার উন্মুক্ত করবে।
গত ২ রা এপ্রিল বিভিন্ন দেশের উপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। ভারতের ওপর আরোপ করা হয় ২৭ শতাংশ শুল্ক। পরে ৯ ই জুলাই পর্যন্ত ওই শুল্ক স্থগিত করে ওয়াশিংটন। এই সময়ের আগে পর্যন্ত দেশগুলিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির জন্য আলোচনার সুযোগ দেওয়া হয়। যদিও সম্প্রতি এই সময়সীমা বাড়িয়ে ১লা আগস্ট করা হয়েছে।

ভারত সরকারের বাণিজ্য দফতর রয়টার্স জানিয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে ভারতের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে রয়েছে। এর আগে গত মাসে ভারতীয় কর্মকর্তাদের একটি দল আরেক দফা আলোচনার জন্য ওয়াশিংটনে যান।

আলোচনার মধ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দু পক্ষই একটি চুক্তিতে পৌঁছতে আশাবাদী। গত মঙ্গলবার ওই চুক্তিতে পৌঁছনোর ব্যাপারে একটি আভাষ দেন ট্রাম্প। তিনি বলেন, চুক্তির অংশ হিসেবে ভারতের বাজারে প্রবেশ করবে আমেরিকা।

সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে ইন্দোনেশিয়া। ওই চুক্তি অনুযায়ী, ইন্দোনেশিয়ায় মার্কিন প্রতিষ্ঠানগুলির অবাধ প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার মতো ভারতের সঙ্গে চুক্তিও একই পথে এগোচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, একইভাবে ভারত কাজ করছে। আমরা ভারতে প্রবেশ করতে যাচ্ছি।

বছরের পর বছর ধরে ভারতের কৃষি ক্ষেত্রে আরও বৃহৎ পরিসরে বিনিয়োগের জন্য তৎপর আমেরিকা। তবে খাদ্য নিরাপত্তা মানুষের জীবিকা ও লাখ লাখ ক্ষুদ্র কৃষকের স্বার্থের কথা উল্লেখ করে নিজের কৃষি ক্ষেত্রের সুরক্ষা দিয়ে এসেছে দিল্লি। এরই মধ্যে সম্প্রতি ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয় যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য পৌঁছায় ১৯ হাজার কোটি ডলারে।

23:18