ডায়মন্ডহারবার প্রতিপক্ষ, দল নিয়ে ধোঁয়াশা রাখলেন ইস্টবেঙ্গল কোচ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর – বুধবার ডায়মন্ড হারবার এফ- বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল। বুধবার ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে আগে মঙ্গলবার রাতে শহরে ফিরবেন রশিদ। কিন্তু দীর্ঘ যাত্রা করে, সেমিতে মাঠে নামা তাঁর পক্ষে কঠিন বরং, হামিদ খেলতে পারেন। তবে এদিন দুই বিদেশিকে নিয়ে খোলসা করেননি অস্কার।
বুধবার ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে ম্যাচে হামিদকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। নঅস্কার মজা করে বল,
হামিদের চোটের স্ট্যাটাস এখন আমার চেয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষজন বেশি জানে।
অস্কার আরও বলেন, আমি চাইব মোহনবাগান ম্যাচের মতো কাল ৯০ মিনিট প্লেয়াররা সেরাটা দিক। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। পারফরম্যান্স গ্রাফ নীচে নামার একটা ঝুঁকি থাকে। তবে আমরা সমস্ত দিক বিবেচনা করে, অঙ্ক কষে এগোচ্ছি। ডার্বি জয়ের পর টুর্নামেন্টে এগোনোর সুযোগ রয়েছে। আমরা ডায়মন্ড হারবারকে সমীহ করি।

৬ জন ফুটবলারের হলুদ কার্ড চিন্তায় রাখবে অস্কারকে। মিডফিল্ডার সল ক্রেসপো মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা, স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস, রাইট ব্যাক মহম্মদ রাকিপ, মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী ও ডিফেন্ডার লালচুংনুঙ্গা হলুদ কার্ড দেখেছেন।

এই ম্যাচের আগে রক্ষণ নিয়ে ভাবতে হচ্ছে অস্কার ব্রুজোকে। রাকিপ ও লালচুংনুঙ্গার যোগ্য বিকল্প এখনও পাননি অস্কার। ফলে তাঁকে অনেককিছু ভাবতে হচ্ছে।সেমিফাইালের আগে সতর্ক অস্কার বলছেন, ‘আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমরা ডায়মন্ড হারবার এফসি-কে সমীহ করছি। ওদের দলে একজন ভালো স্ট্রাইকার আছে। আইএসএল-এ খেলা কয়েকজন ফুটবলার আছে। ওদের কোচও অভিজ্ঞ। ফলে আমাদের সতর্ক থাকতে হবে।’

23:41