কেরল কে হারাল ইস্টবেঙ্গল

East Bengal Triumphs Over Kerala Blasters

বঙ্গবার্তা ব্যুরো,

সীমিত সাধ্যে পুরো পয়েন্টের খোঁজ। নতুন বছরে এই দর্শন আঁকড়েই জয়ে ফিরলেন অস্কার ব্রুজো। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। হারের হ্যাটট্রিকের পর অবশেষে স্বস্তির হাসি লাল হলুদে।


গত বছর ২১ ডিসেম্বর খালিদ জামিলের জামশেদপুর এফসি ম্যাচের একমাস তিনদিন পরে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণু এবং হিজাজি মাহেরের গোলে জিতল ইস্টবেঙ্গল। দানিশ ফারুখের একমাত্র গোল কেরালা ব্লাস্টার্সের। এই জয় ১৭পয়েন্টে পৌঁছে দিল লাল হলুদকে। তবে পয়েন্ট টেবিলে অবস্থান বদল হল না।


কুড়ি মিনিটে ক্লেটনের পাস থেকে বুদ্ধিদীপ্ত স্কুপে ইস্টবেঙ্গলের প্রথম গোল। এরপর ক্লেটন সিলভার সহজ সুযোগ নষ্ট করে, রিচার্ড সেলিসের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ার মধ্যে লাল হলুদ দাপটের ছবি। ৭২ মিনিটে মহেশ নওরেম সিংয়ের কর্নারে মাথা ছুঁয়ে দ্বিতীয় গোল হিজাজি মাহেরের।


ফের চাপ বাড়াতে থাকে কেরালা। ৮৪ মিনিটে ইস্টবেঙ্গল রক্ষণের শ্লথতাকে কাজে লাগিয়ে কেরালার হয়ে গোল দানিশ ফারুকের। বাকি সময় দুই পক্ষই চাপ বাড়িয়েছে। কিন্তু গোলের মুখ খুলতে ব্যরৃথ। ম্যাচের সেরা বিষ্ণু।