বঙ্গবার্তা ব্যুরো,
দেশে সবচেয়ে বেশি বয়সের এবং বেশি সংখ্যার ভোটার বিহারে । নির্বাচন দফতর সূত্রে এ খবর জানা যাচ্ছে। এই বছরের শেষের দিকেই বিহার বিধানসভার ভোট। তার আগে নির্বাচন দফতর সূত্রে পাওয়া তথ্যে দেখা যাছে এই রাজ্যে ১২০ বছরের বেশি ভোটারের সংখ্যা ১৪৩ জন।২৪৭ জন ভোটারের বয়স ১১০ বছরের বেশি। এঁদের মধ্যে ১২০ জন পুরুষ এবং ১২৭ জন মহিলা।
বিহারের ভোটার তালিকায় নাম থাকা শতায়ু ভোটারের সংখ্যাটাও অবাক করার মত। প্রায় এক চল্লিশ হাজার এমন ভোটার আছেন যাঁরা হয় শতায়ু না হয় তার দোর গোড়ায় রয়েছেন। তার মধ্যে ১৭ হাজারের বেশি পুরুষ আর মহিলাদের সংখ্যা ২৩ হাজারের বেশি। রাজ্যের মোট ভোটারের প্রায় দুই শতাংশেরও বেশি আশি বছরের বেশি বয়স্ক।নির্বাচন কমিশনের তথ্যে দেখা যাচ্ছে ৮০ থেকে ১২০ বছর বয়সের ভোটারের সংখ্যা ১৬ লাখেরও বেশি।
তবে রাজ্যের ২১ শতাংশের বেশি ভোটার ৩০ বছরের কম।। ৯০ বছরের বেশি ভোটারের সংখ্যা ২ লাখের বেশি।গত বারের চেয়ে এবার ভোটারের সংখ্যা কিছুটা বেড়েছে। সাত কোটি বাহাত্তর লাখ আঠাশ হাজার চারশ সাতষট্টি থেকে বেড়ে হয়েছে সাত কোটি আশি লাখ বাইশ হাজার নশো তেত্রিশ।