দিন দিন ভারতবিদ্বেষ বাড়ছে বাংলাদেশি কট্টরপন্থীদের। এবার তীব্র ভারত ঘৃণার ভিডিও প্রকাশ্যে এলো। সঙ্গে একের পর এক হুমকি। কিছুদিন আগেই কলকাতা সহ উত্তর-পূর্ব ভারতের একাংশ দখলের হুমকি দিয়েছিলেন বাংলাদেশ সেনার প্রাক্তন কর্তা। এবার ফের ভারতবিদ্বেষ কথাবার্তা শোনা গেল এক মৌলবাদীর মুখ থেকে। এবার সব সীমা ছাড়িয়ে সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে বলতে শোনা গেল এক চরমপন্থীর মুখ থেকে। ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানোর জন্য সামরিক ট্রেনিং দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হবে বলেও জানিয়েছেন হাফিজউদ্দিন। তাও আবার ভারতের মাটিতেই যুদ্ধ করার ডাক দিয়েছেন তিনি।
অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনের বক্তব্যে যেভাবে সমর্থনসূচক ধ্বনি উঠল তাতে বোঝাই যাচ্ছে কতটা সফল ভাবে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন চরমপন্থী নেতারা। প্রশ্ন উঠছে, একদিকে সম্প্রীতি ও শান্তিরক্ষার আশ্বাস দিয়ে কীভাবে এই ধরনের বক্তব্য শুনে নীরব থাকছে প্রশাসন? ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করতে পারে পুলিশ অথচ এই সমস্ত কট্টরপন্থী মৌলবাদীদের বিরুদ্ধে কোনও মামলায় করে না সেদেশের প্রশাসন। এবার কি সত্যি সত্যিই নৈরাজ্যের বাংলাদেশে পড়ুয়াদের হাতে উঠবে রাইফেল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।