Published By Subrata Halder on 4th April 2025 at 04:55pm
বঙ্গবার্তা ব্যুরো,
আশঙ্কা ছিলই, ট্রাম্পের চাপানো শুল্ক বিশ্ব অর্থনীতির পাশাপাশি আমেরিকাতেও বড় প্রভাব ফেলবে। বাস্তবে হলও তাই।ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক ঘোষণা করার পরেই ধস নেমেছে মার্কিন শেয়ার বাজারে। বৃহস্পতিবার মার্কিন মুলুকে বাজার খুলতেই হু হু করে পড়েছে একাধিক কোম্পানির শেয়ার। ডাও জোন্স সূচক ৪ শতাংশ এবং ন্যাসড্যাক সূচক প্রায় ৬ শতাংশ কমে যায়। আমেরিকার প্রধান সূচক অ্যাসএন্ডপি ৫০০ প্রায় ৪.৮ শতাংশ পড়ে যায়। মার্কিন মুলুকে শেয়ার বাজারের এত বড় পতন শেষ দেখা গিয়েছিল করোনার সময়ে।

অনেক দেশই ট্রাম্পের দাদাগিরি না মেনে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে।এমন পরিস্থিতিতে ডলারের দাম কমে যাওয়া থেকে শুরু করে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির কবলে পড়ার শঙ্কাও করছেন কেউ কেউ। গোল্ডম্যান স্যাকস সম্প্রতি জানিয়েছে, মার্কিন মুলুকে এখন মন্দার সম্ভাবনা ৩৫ শতাংশ। আগে এই হার ছিল ২০ শতাংশ।পাশাপাশি শুল্ক শঙ্কায় মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক দেখা দিয়েছে।বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টক থেকে শুরু করে অপরিশোধিত তেলের দরে ধাক্কা লেগেছে।এদিকে যে সোনার ওপরে বিনিয়োগকারীরা এতদিন ভরসা করে ছিলেন, তাতেও বড়সড় পতন দেখা যায়।
