আজ শুক্রবার হরিয়ানা ও পঞ্জাবের শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন ১০১ জন বিক্ষোভকারী কৃষকের দল। কৃষক নেতাদের মতে, এবার তারা পায়ে হেঁটে দিল্লি যাবেন। কৃষকরা জানান, সরকারের কোনও পদক্ষেপে তারা ভীত নন। এদিকে দিল্লিতে কৃষকদের পদযাত্রাকে সামনে রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন ৷ অম্বালা ও খনুরী সীমান্তে বিএনএস-এর 163 ধারা জারি করা হয়েছে। এখানে পাঁচ বা তার বেশি লোক জড়ো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। হরিয়ানা সরকার সাফ জানিয়ে দিয়েছে, কৃষকরা অনুমতি ছাড়া দিল্লি যেতে পারবেন না। এখনও পর্যন্ত কৃষকরা দিল্লি যাওয়ার অনুমতি পাননি। হরিয়ানা পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শম্ভু সীমান্তের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। নতুন করে ব্যারিকেড করা হয়েছে। নেট, ক্যামেরা এমনকি লাউডস্পিকার রাখা হয়েছে সেখানে।