ফের উত্তপ্ত হরিয়ানা, কৃষক আন্দোলনের চলল কাঁদানে গ্যাস, আহত অন্তত ৭

ফের কৃষক আন্দোলনের জেরে অশান্তি। শুক্রবার দিল্লি চলো অভিযানের কর্মসূচি ছিল কৃষকদের। শম্ভু সীমানা থেকে দিল্লি পর্যন্ত এগোনোর কর্মসূচি ছিল কৃষকদের। সেই নিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল দিল্লিকে। কৃষক আন্দোলনের জেরে ধুন্ধুমার সম্ভু বর্ডার। পঞ্জাবের সীমানা পেরিয়ে হরিয়ানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব‍্যপক ধস্তাধস্তি কৃষক আন্দোলনকারীদের। কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ‍্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। বহু কৃষক জড়ো হয়েছিলেন শম্ভু বর্ডার থেকে দিল্লি যাওয়ার জন্য। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুযায়ী পাঁচজনের বেশী কৃষকের জড়ো হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেই বাধা উপেক্ষা করেই জড়ো হয়েছিলেন কৃষকরা। তখনই পুলিশ প্রতিরোধ করে।