কর্ণাটকের উত্তর কন্নড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু

Fatal road accident in North Kannada

বঙ্গবার্তা ব্যুরো,


কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় লরি উল্টে প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন।ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর কন্নড় জেলার এনএইচ-৬৩ সড়কে।

উত্তর কন্নড় জেলার কারওয়ারের এসপি নারায়ণ এম বলেছেন, বুধবার ভোররাতে ৬৩ নম্বর জাতীয় সড়কের ওপর লরিটি উল্টে যায়।লরিতে থাকা সবাই সব্জি বিক্রি করতে সাভানুর থেকে কুমটা মার্কেটে যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে,গাড়িটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।