কলকাতা বিমানবন্দরে আগুন আতঙ্ক

বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতা বিমানবন্দরে আগুনের জেরে আতঙ্ক ছড়াল। বুধবার ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে হঠাৎই আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ফ্লেক্স। সেখান থেকে আশপাশের জিনিসপত্রেও আগুন ছড়িয়ে পড়ে। আবর্জনা ফেলার জায়গাতেও আগুন ছড়িয়ে পড়ছিল। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। দমকলের ইঞ্জিন আসার আগেই অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলেন বিমানবন্দরের কর্মীরা। দমকল আসার আগেই নিভিয়ে ফেলা হয় আগুন। আগুনের কারণে বিমান ওঠানামায় কোনও সমস্যা হয়নি।
সূত্রের খবর, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল। কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। না হলে আগুন বড়সড় চেহারা নিতে পারত।