বাইপাসের তপসিয়ায় ঝুপড়িতে আগুন

ফের কলকাতায় বাইপাসের ধরে ঝুপড়িতে আগুন। দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে। দুপুর ১২ টা নাগাদ আগুন লাগে। স্থানীয় মানুষের ক্ষোভ প্রায় এক ঘন্টা পরে দমকল আসে। ক্ষুব্ধ মানুষ
পাথর ছুঁড়তে থাকে পুলিশ ও দমকল কে লক্ষ্য করে। আগুনে কয়েক জনের আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে।