তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু চার জনের, আহত বহু

অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল চার জনের। বুধবার সন্ধ্যায় ভক্তদের ভিড়ে হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড় হওয়ার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা-সহ কমপক্ষে চার জনের। গুরুতর জখম হন আরও অনেকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, মন্দিরের সামনে বৈকুণ্ঠদ্বার দর্শন টিকিট কেন্দ্রের পাশে অতিরিক্ত ভিড় হয় এদিন। সন্ধ্যার সময় হুড়োহুড়ি শুরু হলে পদপিষ্ট হয়ে পড়েন বহু ভক্ত। সেই সময় মৃত্যু হয় এক মহিলা সহ চার জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনার খবর পেয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম ট্রাস্টের চেয়ারম্যান বিআর নায়ডুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। আহতদের যাতে ঠিকঠাকভাবে চিকিৎসা হয় সেদিকেও নজর রাখছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।