দলীয় নেতা খুনের মূল পাণ্ডা হিসেবে গ্রেফতার হওয়া মালদহ শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করল। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্রনাথকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর জেলা সভাপতি বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।
উল্লেখ্য, মালদহের তৃণমূল নেতা তথা কাউন্সিলর দুলাল সরকার খুনের মাথা হিসেবে নরেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলালকে খুনের জন্য ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলেও জানায় পুলিশ। তিনি এবং তাঁর ঘনিষ্ঠ স্বপন শর্মা এই খুনের পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।